ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাইম (১০) নামে এক শিশুর জিহবা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
বর্তমানে শিশুটি জিহ্বা ও ঠোঁটে ৮/১০টি সেলাই নিয়ে জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। সে নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মালেক মিয়ার ছেলে। এর আগে গত শুক্রবার ওই ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিশুর পরিবার জানায়, সাইমের বাবা মালেক মিয়ার সাথে প্রতিবেশী কাউসার মিয়ার জায়গার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে কাউসার বিরোধপূর্ণ জায়গার সীমানা খুঁটি তুলে আরেক জায়গায় বসিয়েদেয়।
সাইম ঘটনাটি দেখে তার পরিবারকে জানায়। এতে কাউসার শিশু সাইমের উপর ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে হামলা করে। একপর্যায়ে তার মুখে ছুরি ঢুকিয়ে দিলে তার জিহ্বা ও ঠোঁট আংশিক কেটে। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন তারা।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিক তদন্ত শেষে অভিযান চালিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মূল অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে। দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আমিনপুর এলাকা থেকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: পরিবারের ৭ সদস্য নিহত, বেঁচে গেলো৬ মাসের সাবরিন
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত