সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি (ভিডিওসহ)

সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি (ভিডিওসহ)

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ জুন ২০২৪, রাত ১০:২৩

https://youtu.be/rOGzrYHYByE সুনামগঞ্জে দ্রুত কমতে শুরু করেছে নদ-নদীর পানি। প্লাবিত এলাকাগুলোর অবস্থার উন্নতি হলেও ভোগান্তি বাড়ছে জনসাধারণের। বন্যায় অনেকের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গোলায় রাখা ধান, হাস-মুরগির খামার, চাষকৃত মাছ বন্যার পানিতে ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন অনেকে।
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন