জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, দোয়ার মাহফিল এবং বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়।
এ সময় আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মজিবর রহমান, পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, জেলা পরিষদের সদস্য মাজহারুল আনোয়ার লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ টুটুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছিয়া খানম সম্পা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠু, শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোঃ আতিকুজ্জামান, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন লিটন, উপজেলা ছাত্র লীগের আহবায়ক খাদেমুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামীলীগএর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত