শিক্ষাঙ্গন

ছুটি শেষে সোমবার খুলছে বেরোবি

ছুটি শেষে সোমবার খুলছে বেরোবি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ জুন ২০২৪, বিকাল ৪:০৭

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ উল আযহার ১৯ দিনের ছুটিতে শেষে সোমবার খুলছে।
রবিবার (২৩ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী। তিনি বলেন,দীর্ঘ ছুটি শেষে ২৪ জুন (সোমবার) থেকে একাডেমিক সব কার্যক্রম শুরু হবে। চলবে যথারীতি ক্লাস ও পরীক্ষা। তবে আজ ২৩ জুন (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ছুটি শেষ হওয়ায় এরই মাঝে হলে ফিরতে শুরু করছে শিক্ষার্থীরা। আর এতে দীর্ঘ ছুটির পর বেরোবি ফিরে পেয়েছে তার প্রাণচাঞ্চল্য। আরও পড়ুন: ঝিনাইদহে ইফার বিদায়ী উপ-পরিচালককে পুলিশ সুপারের সংবর্ধনা  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন