সারাদেশ

মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেন বিপ্লব

মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেন বিপ্লব

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ জুন ২০২৪, বিকাল ৩:১০

রাজশাহী মহানগর যুবলীগের অনুমোদিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন খালেদ হাসান বিপ্লব।
গত বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত রাজশাহী মহানগর যুবলীগের কমিটিতে খালেদ হাসান বিপ্লব কে সাংগঠনিক সম্পাদক (১) নির্বাচিত করা হয়। রাজশাহী মহানগর যুবলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলকে। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের প্রতি। এছাড়া সবার কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য যে, খালেদ হাসান বিপ্লব রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার কৃতি সন্তান।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক পরিষদ’র আত্মপ্রকাশ  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন