"বন্যা খরা জলোচ্ছ্বাস গাছ কাটলে সর্বনাশ" এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ শুরু হয়েছে।
পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, গালিবুর রহমান শরীফ এমপি মহোদয় উদ্যোগে এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
শুক্রবার ২১ জুন ঈশ্বরদী শহরের স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ এমপি মহোদয় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে এমপি গালিব শরীফ বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় ঈশ্বরদী ও আটঘরিয়ায় আমাদের এখানকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে আজ থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু হলো। দুটি উপজেলায় লক্ষাধিক গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এসব শিক্ষার্থীরা আমার পৃষ্ঠপোষকতায় প্রতি বছরই বৃক্ষরোপণের কাজ করছে। কয়েক বছর ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র দাবদাহের কারণে জনজীবন বিপর্যস্থ। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সমৃদ্ধ হওয়ার বিকল্প নেই। গাছপালা শিকড় দিয়ে মাটি থেকে পানি টেনে নেয়। সেই পানি ডালপালা এবং পাতায় সংরক্ষণ করে। সেখান থেকে প্রয়োজনীয় পানি পাতার নিচের দিকে থাকা ছোট ছোট গর্তে সঞ্চালিত হয়। পরবর্তী সময়ে চূড়ান্ত পর্যায়ে তা জলীয় বাষ্পে পরিণত হয় এবং বাতাসে ছড়িয়ে পড়ে। এটি প্রকৃতির ‘এয়ার কন্ডিশন’ হিসেবে কাজ করে। তাই এই জনপদের পরিবেশের স্বাভাবিকতা নিশ্চিত করার জন্য বৃক্ষের কোনো বিকল্প নেই।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলিসহ দুই শতাধিক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত