সিরাজগঞ্জে জ‌মে উ‌ঠে‌ছে কোরবা‌নির পশুর হাট (ভিডিওসহ)

সিরাজগঞ্জে জ‌মে উ‌ঠে‌ছে কোরবা‌নির পশুর হাট (ভিডিওসহ)

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ জুন ২০২৪, বিকাল ৩:০৪

https://youtu.be/A1GTa1REzG4
সিরাজগ‌ঞ্জের তাড়া‌শ উপ‌জেলার বি‌ভিন্ন হাট বাজা‌রে জ‌মে উ‌ঠে‌ছে কোরবা‌নির পশুর হাট। ত‌বে পশুর দাম নি‌য়ে ক্রেতা বি‌ক্রেতা উভয়ই অখু‌শি। ক্রেতারা বল‌ছে পশুর দাম অ‌নেক বেশী অপর‌দি‌কে বি‌ক্রেতারা বল‌ছে পশু খাদ‌্যসহ সব কিছিুর দামই বেশী কিন্তু সে হিসা‌বে পশুর দাম অ‌নেক কম। এ বছর ভারতীয় গরু না আসায় হাটগু‌লো‌তে প্রচুর দেশীয় প্রজা‌তির পশু উ‌ঠে‌ছে।
 
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন