সারাদেশ

নওগাঁয় জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁয় জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ জুন ২০২৪, বিকাল ৪:৪৯

নওগাঁর মান্দায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৯ জুন) বেলা ১২টার দিকে পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউএনও লায়লা আঞ্জুমান বানু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা। অনুষ্ঠানে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সরকার। এসময় উপস্থিত ছিলেন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, পানিয়াল কলেজের প্রভাষক আমজাদ হোসেন, ডাক্তার জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান প্রমুখ। শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৩৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। আরও পড়ুন: নওগাঁয় বাসচাপায় নারীর মৃত্যু  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন