সারাদেশ

নওগাঁয় নানার বাড়িতে বেড়াতে এসে পনিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নওগাঁয় নানার বাড়িতে বেড়াতে এসে পনিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ জুন ২০২৪, সন্ধ্যা ৭:৪৪

নওগাঁর পত্নীতলায় আলাদা দুর্ঘটনায় নানা'র বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার উজিরপুর ও ঘুকসির বিলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের আতাবুল ইসলামের মেয়ে জেবা (২২) ও বদলগাছী উপজেলার চাকরাইল গ্ৰামের সার্থক। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত জেবা নানার বাড়িতে বেড়াতে এসে বিকেলে নানার বাড়ির পাশে ঘুকসির বিলে নৌকায় ঘুরতে যায়। এ সময় বিলের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায় মেয়েটি। এছাড়া সার্থক নামে পাঁচ বছরের ওই শিশুটি উজিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: নওগাঁয় বিষ পানে আদিবাসী নারীর আত্মহত্যা  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন