সারাদেশ

সাতক্ষীরার চাম্পাফুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সাতক্ষীরার চাম্পাফুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ জুন ২০২৪, সন্ধ্যা ৭:৪২

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন “আমরা”। মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠের ক্রিকেট মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ প্রাপ্ত পঁচিশ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের মুকুল। সাধারণ সম্পাদক নাজমুল হুসাইনের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ মোড়ল। অনুষ্ঠানে ‘কি-নোট’ স্পিকার ছিলেন ‘অগ্রণী ব্যাংক পিএলসি’র ইন্ড্রাসট্রিয়াল লোন ম্যানেজার তরুণ কুমার বিশ্বাস ও যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব নিউ ওয়ার্লিয়ান্স’ এর শিক্ষার্থী নাঈম হোসাইন। এছাড়া সংগঠনের উপদেষ্টা মুছান্না গালিব ও রূপা ঘোষ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, আইটি সম্পাদক আবির হোসেনসহ অর্ধশতাধিক সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কি-নোট স্পিকাররা বলেন, এটা আপনাদের জীবনের সফলতা অর্জনের প্রথম ধাপ। কঠোর চেষ্টা ও সাধনার মাধ্যমে পরবর্তীতেও সফলতার ধারা অব্যহত থাকুক এই কামনা করি। আপনাদের সবার জন্য শুভকামনা। এসময় কৃতি শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, আজকে আমরা খুবই আনন্দিত। তবে সাফল্যের ধারা যাতে অব্যহত রাখতে পারি সবার কাছে সেই প্রার্থনা কামনা করি। সংগঠনের সভাপতি মোঃ অলিউল্লাহ বলেন, আমরা গত পাঁচ বছর ধরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আসছি। মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই আপনাদের সাফল্যের ধারা অব্যহত থাকুক। প্রসঙ্গত, সংবর্ধনা অনুষ্ঠানের স্পন্সর ছিলেন ‘তারিক আইটি সার্ভিস’ ও ‘ঋতুমনি এন্টারপ্রাইজ’। আরও পড়ুন: নলছিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আ্যাসোসিয়েশন এর আত্নপ্রকাশ  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন