নওগাঁর পোরশায় বিষ পান করে পুশনী (৬০) নামে এক আদিবাসী নারী আত্মহত্যা করেছেন। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তাইতোড় মুরুলিয়া গ্রামের মৃত চন্দ্রের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে সকলের অজান্তে সে নিজ শয়ন কক্ষে বিষ পান করেন। তার বিষ পান করা টের পেয়ে তার ছেলেরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে পুশনী মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম।
পরে পোরশা থানা পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করতে চাইলে মৃত পুশনীর পরিবারের সদস্যদের নাদাবি আবেদন ও স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে বলে অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টার পর লাশ উদ্ধার
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত