বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধিতে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞাকালীন সময়ে অসাধু জেলেরা মাছ শিকারে গেলে পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালায় কোস্টগার্ড।
এ অভিযানে ১,৬১০ কেজি নানা প্রজাতির সামুদ্রিক মাছ সহ আটক করা হয় ১৩ জেলেকে। পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে ৮০,৬৬০ টাকা আদায় করা হয়।
কোস্টগার্ড জানায়, উপকূলীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার এটিএম বুথ গুলোতে নগদ টাকার তীব্র সংকট
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত