পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে 'চারা, বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৪' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই জুন) বিকাল ৪টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় মাঠে 'চারা, বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৪' এর উদ্বোধন করেন মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হোসেন সরকার।
৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবুর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আক্তার সুমি।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন শাহিন প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে, মেলার প্রতিটি স্টল ও বিভিন্ন জিনিসপত্রের দোকান সহ আগত বিভিন্ন শিশুতোষ রাইড পরিদর্শন করেন অতিথিরা। মেলায় আগত দর্শনার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঈদ উপলক্ষ্যে মেলার আয়োজকদের ধন্যবাদও জানান স্থানীয়রা।
আরও পড়ুন: তাড়াশে হত্যাচেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত