সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষক দম্পতিকে মারধর করে ট্রাক্টর চাপা দিয়ে হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে দেশীগ্রাম ইউনিয়নের দোগাড়ীয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, এলামুল হক ও দুলাল হোসেন।
মামলা থেকে জানা গেছে, গত ২৩ মে বিকালে স্থানীয় গুড়পিপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি মো. তাজ আমিন ও মাহেলা খাতুন বিদ্যালয় ছুটির পর দোগাড়ীয়া গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে একই গ্রামের এলামুল হক ও দুলাল হোসেনসহ তিনজন তাদের মারধর করে ট্রাক্টর চাপা দিয়ে হত্যা চেষ্টা করে। ঘটনায় পর শিক্ষক তাজ আমিন তিনজনকে আসামি করে থানায় হত্যা চেষ্টা মামলার করেন। মামলার পর আসামিরা পলাতক ছিলেন। রাতে তাড়াশ থানার উপ- পুলিশ পরিদর্শক মো. মাসুদ রানা অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের আজ রোববার (১৬মে)সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়া আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত