সারাদেশ

পিরোজপুরের বিভিন্ন পশুর হাটে নেই বেচা বিক্রি দর্শনার্থীর ভিড়

পিরোজপুরের বিভিন্ন পশুর হাটে নেই বেচা বিক্রি দর্শনার্থীর ভিড়

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ জুন ২০২৪, বিকাল ৫:৫৯

কুরবানি ঈদের আর মাত্র দুইদিন বাকি। পিরোজপুরের বিভিন্ন স্থানে কুরবানির পশুর হাট বসলেও এখনও জমে ওঠেনি বেচা বিক্রি। হাটগুলোতে এখন ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। তবে বিক্রেতাদের আশা শুক্রবার থেকে বেচা বিক্রি বাড়বে। বৃহস্পতিবার (১৪ জুন) পিরোজপুরের কয়েকটি পশুর বাজার ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন গ্রাম থেকে এখানো আসছে পশু। হাটগুলোতে বিক্রির জন্য প্রস্তুত গুরু-ছাগল। কিন্তু ক্রেতার তেমন উপস্থিতি নেই। ইন্দুরকানী থেকে ৮টি গরু নিয়ে আসা ব্যাপারী মামুন বলেন, বৃহস্পতিবার গরু হাটে তুলেছি। এখন পর্যন্ত একটিও গরু বিক্রি হয়নি। বাজারে অনেক লোক আসছে। দামও জিজ্ঞেস করছে। তবে আশা করছি ঈদের আগেই সব গরু বিক্রি হয়ে যাবে। মঠবাড়িয়া থেকে খামারি মুছা তিনি বলেন, আমার কাছে ৭ থেকে শুরু করে ৩৫ হাজার টাকার দামের ছাগল রয়েছে। আশা করি সবগুলো ছাগল ঈদের আগে বিক্রি হয়ে যাবে। এদিকে বাজারে আসা দর্শনার্থী বলেন, প্রতি বছরই কুরবানি ঈদ আসলে আমরা বন্ধুরা মিলে পশুর হাটে ঘুরতে আসি। সারা বছর এমন পরিবেশ থাকে না। ঈদের আগে অনেক বড় বড় গরু হাটে আসে। তাই ঘুরতে এসেছি। তবে মোঃ কবির হোসেন নামে আরেক ক্রেতা বলেন, দাম কেমন দেখতে আসছি। হাটে গরুর দামও তুলনামূলক বেশি। তবে ঢাকায় গরু রাখা বেশ ঝামেলার কাজ। নানা সমস্যায় পড়তে হবে। সেজন্য ঈদের আগে কিনবো। এদিকে পিরোজপুরের বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, এক থেকে তিন লাখ টাকা দামের গরুর সংখ্যা বেশি। এর মধ্যে ১০০-২৫০ কেজি ওজনের গরু ৯০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, আর ২৫০-৫০০ কেজির গরু ২ লাখ থেকে শুরু হয়ে ৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে।