পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের খেঁজুর বাড়িয়া গ্রামের(কাটাখাল) বলেশ্বর নদের তীরবর্তী জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন হাতেখড়ি ফাউন্ডেশন।
শুক্রবার (১৪ জুন) সকাল ১০ টায় বলেশ্বর নদের তীরবর্তী জেলে পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মিঠাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র তিনি জানান আমি অত্যন্ত আনন্দিত যে হাতেখড়ি ফাউন্ডেশন সমাজে পিছিয়ে থাকা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং তারা শিশুদের উৎসাহ প্রদান করেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাতেখড়ি ফাউন্ডেশনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই।
হাতেখড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবেল মিয়া নাহিদ জানান আমরা জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ২০১৮ সাল থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকি তার ধারাবাহিকতায় আজকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে হাতেখড়ি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ করি ভবিষ্যতে এমন সেবামূলক কাজ চলমান থাকবে।
শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মিঠাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র, হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুবেল মিয়া নাহিদ, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক প্রমুখ।
মতামত