শেখ হাসিনার দিনবদলে, “সমাজসেবা এগিয়ে চলে” এই স্লোগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শাহজাদপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) বিকালে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাদ রহমান।
আরও পড়ুন: ডোমারে হতদরিদ্রদের মাঝে স্যানিটেশন সরঞ্জাম বিতরণ
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত