জনতা ব্যাংক পিএলসির বিশেষ ঋণ আদায় কর্মসূচির আওতায় ঋণ গ্রহীতাদের সাথে সুসম্পর্ক ও ঋণ পরিশোধে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নীলফামারীর ডোমারে বিশেষ ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দিনভর উপজেলার ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে জনতা ব্যাংক পিএলসির ডোমার শাখার ব্যবস্থাপক একেএম সেলিম রেজার তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিশেষ ঋণ আদায় ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী, জনতা ব্যাংক পিএলসির ডোমার শাখার কর্মকর্তা মোঃ হাচানুর আলম, সৈয়দ শাহিনুর রহমান, মোঃ আল-আমিন ইসলাম, মোঃ আমিন উদ্দিন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ডোমারে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত