ঈদকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে পশুর হাটে গবাদিপশু কেনাবেচায় হাসিল (কর) এর মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে আদায়কারীকে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টায় আক্কেলপুর মজিবুর রহমান সরকারি কলেজ মাঠ (কোরবানীর পশুর হাটে) গবাদিপশু কেনাবেচায় হাসিল (কর) এর মূল্য তালিকা না থাকায় একেক ক্রেতার কাছে একেক হাসিল আদায়ের অভিযোগে হাট ইজারাদার মোঃ রাশেদুল ইসলাম রাজার পক্ষে আদায়কারী রানাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ ১০হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, গতকাল মঙ্গলবার (১১ জুন) উপজেলা আইন শৃঙ্খলা মিটিংএ আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলার প্রতিটি কোরবানী পশুর হাটে গবাদিপশু কেনাবেচায় হাসিলের মূল্য তালিকা রাখতে হবে।
কিন্ত মজিবুর রহমান সরকারি কলেজ মাঠ কোরবানীর পশুর হাটে কোন মূল্যতালিকা ছিল না। গবাদিপশু কেনাবেচায় সরকারি রেট প্রতিটি গরুর ৫শ৫০ টাকা ও ছাগলের ২শ৭৫টাকা করে হাসিল (কর) নির্ধারণ ছিল কিন্তু আদায়কারীরা অতিরিক্ত হাসিল আদায় করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদায়কারীকে নগদ অর্থদণ্ড ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: তাড়াশে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত