শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নওগাঁ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ , ধামইরহাট এপি এর সহযোগিতায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
আজ সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রাসেদুল হাসান বলেন, "এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে দেশকে সকল ধরনের শিশুশ্রম থেকে মুক্ত করার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২৫ প্রণয়ন করা হয়েছে। সরকার শিশুশ্রম নির্মূল করতে বদ্ধপরিকর।
এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, ২০১০’ ও জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২০২৫ প্রণয়ন করা হয়েছে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ’ কাজ করছে। সুবিধাবঞ্চিত পথশিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।"
এছাড়াও বক্তব্য রাখেন ,অতিরিক্ত পুলিশ সুপার এহ্সানুর রহমান ভূইয়া , কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আশিকুর রহমান,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার নাথুন চৌকিদার , মৌসুমী সংগঠনের নুরুন নাহার, সহকারী কমিশনার মোহাইমিনুল ইসলাম মামুন, সহকারী কমিশনার শাকিল আহমেদ, সহকারী কমিশনার প্রশান্ত কুমার, সহকারী কমিশনার অভিষেক কান্তি বর্মন, শিশু প্রতিনিধি জাহিদ ইকবাল , মোঃ মুরাদুজ্জামান ইমন, বৃষ্টি, শম্পাসহসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নওগাঁ পুত্রের লাঠির আঘাতে পিতা মৃত্যু
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত