সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
হলেন দিরাই থানার কামড়ি ব্রীজ গ্রামের আস্তার উল্লার ছেলে শাহজাহান উল্লা (৩৮), একই গ্রামের শংকর দাসের ছেলে চরিত্র দাস (২৩)।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠইর পয়েন্টে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নিকট থেকে ৫ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
মতামত