সারাদেশ

নওগাঁ পশুরহাটে অধিক খাজনা নেওয়ার অর্ধ লক্ষ টাকা জরিমানা

নওগাঁ পশুরহাটে অধিক খাজনা নেওয়ার অর্ধ লক্ষ টাকা জরিমানা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ জুন ২০২৪, সন্ধ্যা ৮:০৬

নওগাঁর পশুর হাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক টোল আদায় অভিযোগে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে  ছাতরা পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি রুপম দাস। তিনি বলেন, ছাতড়া পশুর হাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক টোল আদায় ও রিসিপ্টে টোলের পরিমাণ না লেখায় ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯ ও ৪০ ধারা মোতাবেক ৪০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও লাইসেন্সবিহীন ও অনুমোদনবিহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা করে অবৈধভাবে টাকা লেনদেন করায় দুই জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে তিনি জানান।