সারাদেশ

বগুড়া অভিযানে বেপরোয়া গতিতে প্রানহানি মামলার একজন গ্রেফতার

বগুড়া অভিযানে বেপরোয়া গতিতে প্রানহানি মামলার একজন গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ জুন ২০২৪, সকাল ১১:০৮

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রানহানি মামলার ড্রাইভার রব্বানী গ্রেফতার করেছেন র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া । সোমবার (১০ জুন) র‍্যাব-১২ বগুড়া, সিপিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, গত (৫মে) সকালে উপজেলার নসরৎপুর বাজার থেকে কুন্দগ্রাম যাওয়ার পথে নিমকুড়ি মোড়ে সকাল ১০ টার দিকে বেপরোয়া গতিতে ইট ভর্তি ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায় আব্দুস সালাম। এসময় অজ্ঞাত ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় সেই দিনই থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের পর র‌্যাব তদন্তের মাধ্যমে রবিবার (৯ জুন) মধ্য রাতে পলাতক ট্রাক চালকে আটক করে। বগুড়া র‌্যাব -১২ কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, রবিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সদর থানার আদমদূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক ট্রাক চালক রব্বানীকে (২৯) গ্রেফতার করে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত রব্বানী উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ট্রাক চালককে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।