সারাদেশ

বগুড়া সান্তাহারে সিএনজি মালিক সমিতির তলবী সভা অনুষ্ঠিত

বগুড়া সান্তাহারে সিএনজি মালিক সমিতির তলবী সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ জুন ২০২৪, সন্ধ্যা ৬:৫৯

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার উপহার টাওয়ারের শেফালী কনভেনশন হলে  আজ বেলা সাড়ে বারো ঘটিকার সময় উপজেলা অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতির এক জরুরি তলবী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন)  বেলা সাড়ে বারো ঘটিকার সময় সান্তাহার শেফালী কনভেনশন সেন্টারে উপজেলা অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে জরুরি তলবী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু। মালিক সমিতির জরুরি তলবী সভায় বলা হয় গত ২০১৪ সাল থেকে অদ্যাবধি অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতির দায়িত্বে নিয়োজিত থেকে নূর ইসলাম সমিতির আয়-ব্যয় টাকা পয়সার কোনো হিসাব মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করেনি। বিগত প্রায় এক যুগ ধরে সমিতির কোনো প্রকার হিসাব না দেওয়ার জন্য  নূর ইসলামকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদানে সমিতির সহ-সভাপতি ও মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং মালিক সমিতির শ্রমিক সদস্যবৃন্দ একত্রিত হয়ে জরুরী তলবী সভার আয়োজন করেন আয়োজিত জরুরী তলবী সভায় বগুড়া জেলার আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক  আশরাফুল ইসলাম,বগুড়া জেলা আঞ্চলিক শ্রম অধিদপ্তরের কর্মকর্তা খালেদা জামান এবং পুরাতন কার্যনির্বাহী কামিটির সমন্বয়ে পুরাতন কমিটি বাতিল ঘোষনা করে নতুন ভাবে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচনের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে জনা যায়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, বগুড়া জেলার আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের কর্মকর্তা খালেদা জামান, মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতির শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।