সারাদেশ

লালপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দিলেন-নৌবাহিনী সদস্য 

লালপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দিলেন-নৌবাহিনী সদস্য 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ জুন ২০২৪, দুপুর ১২:৫৩

নাটোরের লালপুরে উপজেলায় ‘বিয়ের দাবীতে (পরকীয়া প্রেমিক) অনশন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর চিত্র পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি এ জেড সুজন মাহমুদকে প্রাণে মারার হুমকি দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী সদস্য তারিকুল ইসলাম । গতকাল (৯ জুন) সকাল ১১ টার সময় মোবাইল ফোনে এ হুমকি দেন তিনি। হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে চিত্র পত্রিকার সাংবাদিক এ জেড সুজন মাহমুদ বাদী হয়ে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা পক্রিয়া চালাচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে বিয়ের দাবীতে পরকীয়া প্রেমিক অনশন করছে ২ সন্তানের মা এমন খবর পেয়ে সংবাদকর্মী সঠিক তথ্য নিতে এ জেড সুজন মাহমুদ এর সাথে কালবেলার লালপুর প্রতিনিধি আল আমিন সজল,  আমাদের সময় উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম তিব্বত, জনতা উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন জালাল সহ তারা অভিযুক্ত জয়নালের বাড়িতে সংবাদ সংগ্রহ করতে যায়। এ সময় তরিকুল ইসলামের মা বাবা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে সংবাদ কর্মীদের উপস্থিতি দেখে অনশন কারী ঐ নারী সংবাদ কর্মীদের নিকট এসে সেচ্ছায় সকল ঘটনার ভিডিও বক্তব্য দেন। তা পরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় । সংবাদ প্রকাশ্যের পরে  বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য পরিচয়ধারী তরিকুল ইসলাম সুজন মাহমুদকে মুটোফোনে পরের দিন বেলা ১১টা ৪১ মিনিটে ঐ একই নম্বর থেকে ফোন দিয়ে অকথ্য ভাষা ব্যাবহার করে ভিডিও নিউজটি ডিলিট/মুছে দেওয়ার জন্য বলেন এবং মুছে না দিলে কঠোর ব্যবস্থা নিবে বলে হুমকি দেন।যার কল রেকর্ড গুলো সংবাদ কর্মীদের নিকট সংরক্ষিত রয়েছে। এ জেড সুজন মাহমুদ বলেন, আমরা স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে অনশনের খবর পেয়ে সেখানে সঠিক তথ্য নিতে উপস্থিত হয়েছিলাম। ভুক্তভোগী ওই নারীর সেচ্ছায় ভিডিও বক্তব্য নিয়ে ভিডিও নিউজ প্রকাশ করা হয়েছে। নিউজ প্রকাশ হওয়ার পরে পরিচয়ধারী নৌ বাহিনীর সদস্য তারিকুলের হুমকি- ধামকি দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। তিনি যে ভাষায় হুমকি দিয়েছে তা সবকিছু সংবাদ কর্মীদের হাতে সংরক্ষিত আছে বলে জানান। তবে তার ঐ হুমকিতে আমি মানুষিক ভাবে চিন্তায় আছি, জানিনা সুযোগ পেলে সে আমার এবং আমার পরিবারের কোন ক্ষতি করবে কি না বলেও জানিয়েছেন এ জেড সুজন মাহমুদ।