বগুড়া শহর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯জুন) সকালে শহরের দ্বিতীয় বাইপাস মহাসড়কের সাবগ্রাম কুশরা পাড়া এলাকার কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার লোকজন মাঠে কাজ করতে গেলে কুশরাপাড়া গ্রামের উপর দিয়ে যাওয়া মহাসড়কের কালভার্টের নিচে পানির মধ্য মরদেহটি দেখতে পান। পরে পুলিশের খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে যুবককে হত্যা করে কালভার্টের নিচে ফেলে রাখা হয়েছে। নিহত যুবক অটোরিকশা চালক হতে পারে। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।’
মতামত