বগুড়ায় দুই ডজ্ন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল (৩৫) কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তবে সে পোড়াপাড়া এলাকাতেও থাকতো। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা।
তিনি জানান, একাধিক মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে তা জানা যায়নি। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের তথ্যমতে নিহত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক , সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, এসিড নিক্ষেপ, চাঁদাবাজিসহ ২৯টি মামলা রয়েছে।
মতামত