জয়পুরহাটের আক্কেলপুরে গলায় রশি দিয়ে নাতিক হাসান (১৭) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
শুক্রবার (৭ জুন) সকাল ৮টা পৌর সভার রাজকান্দা এলাকায় নিজ বাড়ির শোবার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
নাতিক ওই এলাকা দুই নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদের তৃতীয় ছেলে। সে উপজেলার গোপীনাথপুর বিএম টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,নাতিক হাসান মা সকালে বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল। নাতিক হাসান বাবা বাজার গিয়েছিল এবং বাজার থেকে বাসায় এসে নাতিকের শোবার ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
তাৎক্ষণিক নাতিকের বাবা প্রতিবেশীদের ডেকে নাতিককে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে অটোভ্যান যোগে আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান, পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের কোন আপত্তি না থাকায় থানা একটি ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
মতামত