সারাদেশ

ইগনাইট দ্যা ন্যাশনের ভিন্নধর্মী পরিবেশ দিবস উদযাপন

ইগনাইট দ্যা ন্যাশনের ভিন্নধর্মী পরিবেশ দিবস উদযাপন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ জুন ২০২৪, সন্ধ্যা ৭:৫৬

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে " বিশ্ব পরিবেশ দিবস "। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’ বুধবার  (৫জুন) সকালে বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির উদ্যেগ নিয়েছে। অন্য সব সামাজিক সংগঠনের মতো "ইগনাইট দ্যা ন্যাশন" এবার পরিবেশ দিবস পালন করেছে। কিন্তু অন্যদের থেকে ভিন্নধর্মী কর্মসূচির ডাক দিয়ে সারা ফেলেছে বরগুনা জেলায়। বরগুনা জেলার সদর উপজেলার ভূতমারা ইটের ভাটা সংলগ্ন বেদে পল্লীতে তারা এবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পরিবেশ দিবস পালন করেছে। ভূত মারা ইটের ভাটা সংলগ্ন বেদে পল্লী বরগুনা জেলার অবহেলিত নৃগোষ্ঠীর মধ্যে অন্যতম। এই পল্লীতে বসবাসরত জনগোষ্ঠীকে একটি সবুজ পরিবেশ উপহার দেয়ার লক্ষে "ইগনাইট দ্যা ন্যাশন" এই পল্লীর একটি অংশে বিভিন্নরকম ৩০ টির অধিক ফল গাছের চারা রোপন করেছে এবং এই চারা সংরক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। এ বিষয়ে সংগঠনটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহিন মেহরাব অনিকের কাছে জানতে চাইলে তিনি জানান "আমরা চাই এই অবহেলিত নৃগোষ্ঠীর মানুষ গুলোকে একটি সবুজ পরিবেশ এবং বসবাসযোগ্য স্থান উপহার দিতে।আমরা চাইলেই এভাবে ছোট ছোট বনায়নের মাধ্যমে আমাদের পরিবেশ সংরক্ষণ করতে পারি এতে মানুষ এবং পরিবেশ সকলের জন্য উপকার। তিনি আরো জানান এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত ৫টি গাছ এই বেদে পল্লীতে তারা রোপন করবেন এবং এটিকে একটি সবুজ বনায়ন হিসেবে গড়ে তুলবেন।" একই সাথে ইগনাইট দ্যা ন্যাশন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বেদে পল্লীর ২৫টি পরিবারে মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন এবং আগামী দিনে এই গোষ্ঠীর উন্নয়নের লক্ষে কাজ করবেন বলে আস্বস্ত করেন।