পিরোজপুর মঠবাড়িয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ( ৬ জুন ) সকালে পিরোজপুর পুলিশ সুপার কার্যলায়ের হলরুমে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে পুলিশ লাইন্সে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম মহোদয়।
তিনি নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী দায়িত্ব নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নির্বাচনে ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানো সহ কেউ নাশকতার পরিকল্পনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সহ অপারেশনাল গিয়ার সামগ্রী ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম সহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মতামত