আজ শুক্রবার। পবিত্র জুমার নামাজ পড়বেন সারাবিশ্বের মুসলিমরা। সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। আজ মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ইয়াসির বিন রাশিদ আল-দাওসারি এবং মদিনার পবিত্র মসজিদে নববিতে নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াইজান।
এসময় পবিত্র মসজিদে নববিতে আজান দেবেন শায়খ আনাস বিন নাজিহ আল-শরিফ ও শায়খ উসামা বিন ইবরাহিম আল-কাইয়িম।গতকাল বৃহস্পতিবার (৫ জুন) এক্স বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষের ধর্মবিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে। প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও অনলাইনের সম্প্রচারিত হবে। আরবি ভাষার পাশাপাশি বিশ্বের ১০টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে।
মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চাইনিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ, বাংলা।
মতামত