সারাদেশ

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ জুন ২০২৪, সন্ধ্যা ৭:১৩

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর বুলি বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউপির খুপি এলাকার গজারিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। বিকাল তিনটার দিকে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বুলি বেগম উপজেলার খুপী দক্ষিণপাড়া এলাকার কাসেম আকন্দের স্ত্রী৷ পুলিশ ও নিহত নারীর স্বজনরা জানায়, গত সোমবার থেকে বুলি বেগম নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন পুলিশকে না জানিয়েই তার খোঁজ করছিলেন। বৃহস্পতিবার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গজারিয়া নদীতে ভাসমান অবস্থায় বুলি বেগমের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।