কুষ্টিয়ার কুমারখালীর বাগচি সাত পাখিয়া গ্রামে শত্রুতা বশত পানের বরজে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ২ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের বাগচি সাত পাখিয়া গোরস্থান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আগুনে খোকসার গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে আব্দুল মান্নান ও আব্দুল হান্নানের দেড় বিঘা জমির পানির বরজ পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, তিনি ৩ জন দিনমজুরকে নিয়ে তার পানের বরজের উত্তর পাশে কাজ করছিলেন।
এসময় তাদের অবস্থানের অপরদিকে পাটকাঠি ভাঙার শব্দ এবং ধোঁয়া বের হতে দেখেন। পরে গিয়ে দেখতে পান তাদের আগুনে পুড়ে ছাই পানের বরজ।
এবং কিছু সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো পানের বরজে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে পানের ২ টি বরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তিনি বলেন শত্রুতাবশত: দুর্বৃত্তরা তার পানের বরজ পুড়িয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।।
মতামত