শিল্পীদের ন্যায্য রয়্যালিটি নিয়ে পরামর্শ সভা

শিল্পীদের ন্যায্য রয়্যালিটি নিয়ে পরামর্শ সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ জুন ২০২৪, বিকাল ৪:৪৭

বাংলাদেশের সংগীত শিল্পী ও এর সঙ্গে সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন তারা রয়্যালিটি পাচ্ছেন না। এ নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশের একমাত্র সিএমও হিসেবে বাংলাদেশ লিরিসিস্ট, কম্পোজার্স এন্ড পারফর্মারস' সোসাইটি-বিএলসিপিএস বিগত ২০১৩ সাল থেকে কাজ করে আসছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কপিরাইট অফিস ও বিএলসিপিএস যৌথবাবে একটি দিনব্যাপী মেন্টরশিপ প্রোগ্রাম করেছে। “কপিরাইট ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থাসমূহের পরিচালনার নিমিতে ওয়াইপো মেন্টরশিপ প্রোগ্রাম” শীর্ষক এই মেন্টরশিপ প্রোগ্রামে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন, বিশ্বব্যাপী সিএমওগুলোর আন্তর্জাতিক কনফেডারেশন, এবং ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি-এর প্রতিনিধিগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন । বিএলসিপিএস, ডব্লিওআইপিও এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামিন আহমেদ, সিইও, বিএলসিপিএস, এরপর মিয়ুকি, মি. বেনজামিন এনজি, রিজিওনাল ডিরেক্টর ফর এশিয়া প্যাসিফিক, সিআইএসএসি এবং নাফরিজা শ্যামা, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর স্বাগত বক্তব্য রাখেন। এরপর কপিরাইট রেজিস্ট্রার মো. দাউদ মিয়া, এনডিসি (অতি: সচিব) কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে হামিন আহমেদ বলেন, বাংলাদেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের সিএমও হিসেবে বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্ট, কমপোজার অ্যান্ড পারফরমার্স সোসাইটি) সরকারি অনুমোদন পায় ২০১৪ সালে। দেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের কপিরাইটসহ অন্যান্য স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করছে। পশ্চিমাদেশগুলোতে এ ধরনের উদ্যোগ অনেক সফলতা পেয়েছে। আর এর বিকল্প আর নেই । বাংলাদেশ স্বাধীনতা পাবার ৫৩ বছর কেটে যাবার পরও মেধাস্বত্ব সংরক্ষণ এবং রয়্যালটি আদায়ের বিষয়টি ছিল হজবরল। এই কারণে বাংলাদেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের জন্য সিএমও হিসেবে কাজ করছে । আর বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এই ধরনের সুবিধা নেবার সিস্টেম দ্বিতীয়টি নেই। আরও উপস্থিত ছিলেন নকীব খান, শহীদ মাহমুদ জঙ্গি, শেখ মনিরুল ইসলাম টিপু (ওয়ারফেজ), মাকসুদুল হক, শওকত আলী ইমন, অর্ণব, বালাম, আলিফ আলাউদ্দিন, জয় শাহরিয়ার, রাহুল আনন্দ (জলের গান), প্রীতম হাসান, গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ, অ্যাসেজ ব্যান্ডের জুনায়েদ ইভানসহ অনেকে।