তাহলে কি মেসির মায়ামিতে যাচ্ছেন নেইমার?

তাহলে কি মেসির মায়ামিতে যাচ্ছেন নেইমার?

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ জুন ২০২৪, বিকাল ৪:৩৯

ফুটবলে সেরা বন্ধুত্বের একটি ধরা হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মধ্যকার বন্ধুত্বকে। দুজনে যখন একসঙ্গে বার্সার মাঠ মাতিয়েছেন তখন থেকে তাদের বন্ধুত্বের শুরু এরপর ক্লাব পাল্টালেও দুজনের বন্ধুত্বে ভাটা পড়েনি। তাইতো এখনো হাজার হাজার মাইল দূরে থাকার পরেও দুজনের মধ্যে সম্পর্ক ঠিক আগের মতোই আছে। তবে সম্পর্ক আগের মতো থাকলেও মেসি ও নেইমারের ঠিকানা এখন দুই মহাদেশ। একজন আমেরিকা আর আরেকজন এশিয়ায়। দুজনই এখন ক্যারিয়ারের শেষের দিকে তাহলে কি ফুটবল ভক্তরা মাঠে মেসি ও নেইমারকে একসঙ্গে দেখতে পারবে না আর? তবে সংবাদমাধ্যমে গুঞ্জনগুলো যদি সঠিক প্রমাণিত হয় তাহলে হয়ত মেসি আর নেইমার আবার এক হতে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ইন্টার মায়ামিতে তার সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গে পুনর্মিলনের জল্পনা উসকে দিয়েছেন। বিশ্বখ্যাত ফুটবল ওয়েবসাইট গোল ডট কম ব্যান্ড স্পোর্টসের সঙ্গে নেইমারের দেওয়া এক সাক্ষাৎকারের প্রেক্ষিতে এ কথা বলেছেন। হাজার হাজার মাইলের দূরত্ব সত্ত্বেও, নেইমার জানান, তিনি এবং মেসি ঘন ঘন বার্তা আদানপ্রদান করেন এবং একে অপরের সাফল্য উদযাপন করেন।
নেইমার ব্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা অনেক দূরে আছি কিন্তু আমরা কথা বলি, আমরা অনেক কথা বলি। এমনকি গতকালও, লিও (মেসি) আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। আমরা খুশি, আমরা একে অপরের জন্য অনেক খুশি। তিনি আমাদের জয়ের সময় আমাকে একটি বার্তা পাঠান।’
মেসিকে আরো প্রশংসায় ভাসিয়ে নেইমার বলেন, ‘লিও একজন মহান ব্যক্তি, তিনি আমার জন্য একজন আদর্শ। তিনি আমার ভালো একজন বন্ধু এবং আমরা অনেক কথা বলি।’ নেইমার ও মেসির জুটি বার্সেলোনায় শুরু হয়েছিল এবং এটি অত্যন্ত সফল ছিল। বার্সাকে ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জিততে সাহায্য করেছে এই জুটি। পরে প্যারিস সেন্ট-জার্মেইনে (পিএসজি) পুনরায় মিলিত হয় তারা তবে ২০২৩ সালের গ্রীষ্মে যখন মেসি মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মায়ামিতে চলে যান তখন তারা আবার আলাদা হয়ে যান। নেইমারের সাম্প্রতিক মেসিকে নিয়ে মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সম্ভাব্য পুনর্মিলনের গুজবকে উসকে দিচ্ছে। উল্লেখ্য, মায়ামিতে মেসি ছাড়াও তাদের সাবেক বার্সেলোনা সতীর্থদের মধ্যে কয়েকজন, যেমন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবা খেলছেন। আর্জেন্টাইন কিংবদন্তি মেসি যেমন এমএলএস ক্লাবে যোগদানের পর ২৯ ম্যাচে ২৫টি গোল করে মাঠ মাতাচ্ছেন তবে নেইমারের আল-হিলাল ক্যারিয়ার এখন পর্যন্ত বেশিরভাগই কেটেছে চোটের কারণে প্রভাবিত হয়ে। পাঁচ ম্যাচে এক গোল এবং দুটি অ্যাসিস্টের মধ্যেই আপাতত আল হিলালের নেইমার সীমাবদ্ধ। ফুটবল ভক্তদের জন্য নেইমারের মায়ামিতে মেসির সঙ্গে যোগদানের সম্ভাবনা নিশ্চয়ই আকর্ষণীয়। তবে বাস্তবতা হয়তো ভিন্নও হতে পারে।