সারাদেশ

নারী সংসদ সদস্য মাহফুজা সুলতানার বাসায় দুঃসাহসী চুরি!

নারী সংসদ সদস্য মাহফুজা সুলতানার বাসায় দুঃসাহসী চুরি!

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ জুন ২০২৪, রাত ১০:০৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলির বাসায় দুঃসাহসী চুরি সংঘঠিত হয়েছে।
গত রোববার দিবাগত রাতে তাঁর জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পূর্ব আমুট্ট মহল্লার বাসায় এ চুরির ঘটনাটি ঘটে। চোরেরা বাসার দ্বিতীয় তলার গ্রিল কেটে বাসার ভেতর দ্বিতীয় তলার তিনটি ও নিচতলার দুটি কক্ষে ঢুকে আসবাবপত্র ভেঙে তছনছ করে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে গেছে বলে বাড়ির কেয়ার টেকার রবিউল ইসলাম জানিয়েছেন। গত সোমবার পুলিশ সুপার, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা-পুলিশ চুরি যাওয়া সংসদ সদস্য মাহফুজা সুলতানার বাড়ি পরির্দশন করেছেন। পুলিশ চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে বলে থানা পুলিশ জানিয়েছে। থানা পুলিশ-সংসদ সদস্য মাহফুজা সুলতানার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলি ঢাকায় থাকেন। তিনি তাঁর এক প্রতিবেশীকে বাসা দেখভালের দায়িত্বে রেখেছিলেন। গত রোববার রাতে ওই প্রতিবেশীর পুত্র ও পুত্রবধূ সংসদ সদস্য মাহফুজা সুলতানার বাড়ির নিচতলার একটি কক্ষে ছিলেন। সোমবার সকালে তাঁরা স্বামী-স্ত্রী ঘুম থেকে উঠে বাহির টয়লেটে যাওয়ার চেষ্টা করেন। বাহিরে থেকে তাঁদের ঘরের দরজার সিটকানী বন্ধ থাকায় তাঁরা বিকল্প দরজা দিয়ে বাহিরে এসে নিচতলার ঘরের দরজার সিটকানী ভাঙা ও ভেতরে আসবাবপত্র তছনছ অবস্থায় দেখেন। এরপর তাঁরা প্রতিবেশী ও স্বজনদের খবর দেন। প্রতিবেশী ও স্বজনেরা এসে দ্বিতীয় তলার গিয়ে তিনটি ও নিচতলার দুটি কক্ষের আসবাবপত্র ভাঙা ও জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বেলকুনির গ্রিলের কয়েকটি বার কাটা রয়েছে। তাঁরা মুঠোফোনে ভিড়ি কলের মাধ্যমে সংসদ সদস্য মাহফুজা সুলতানাকে তাঁর বাসার প্রতিটি কক্ষ ঘুরে দেখান। মাহফুজা সুলতানা তাঁদের নগদ টাকা ও স্বর্ণলঙ্কার খোয়া যাওয়ার কথা জানিয়েছেন। কাউন্সিলর আসিফ হোসেন বলেন, রোববার রাতে আমার ওর্য়াডের পূর্ব আমুট্ট মহল্লার বাসিন্দা মাননীয় সংসদ সদস্য মাহফুজা সুলতানার মলির বাসায় দুর্ধর্ষ চুরির হয়েছে। বাসায় দ্বিতীয় তলার একটি কক্ষের আলমারীতে এক লাখ টাকা- সাত ভরি স্বর্ণলঙ্কার ও নিচতলার ছেলের কক্ষ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা থাকার কথা সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলি আমাকে জানিয়েছেন। আমরা সেই টাকা ও স্বর্ণলঙ্কার পাইনি। যোগাযোগ করা হলে মুঠোফোনে সংরক্ষিত নারী সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলি বলেন, আমার বাসায় চুরি হয়েছে। চোরেরা নিচতলা দুটি ও দ্বিতীয় তলার তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করেছে। বাসায় ল্যাপটপ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান অনেক জিনিসপত্র ছিল। আমার ছেলে দীপ ঢাকা থেকে বাসায় গিয়েছে। আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলি এমপির বাসা চুরি ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: ওসির বাড়িতে ডাকাতি, মালামাল লুট  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন