শিক্ষাঙ্গন

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি ইবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি ইবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ জুন ২০২৪, রাত ৯:৩৫

অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি করেন তারা। তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল। তাদের অপর দাবিগুলো হলো- প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন। এর আগে গত রোববার একই দাবিতে মানববন্ধন ও মঙ্গলবার দুই ঘন্টার কর্মবিরতি করেন শিক্ষকরা। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী আমরা কর্মসূূচি পালন করছি। আগামী ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি (পরীক্ষা আওতামুক্ত) থাকবে। এরপরেও দাবিদাওয়া না মানলে পহেলা জুলাই থেকে আমরা লাগাতার আন্দোলনে যাবো। আরও পড়ুন: ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে আবাসিক হল  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন