সারাদেশ

ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ জুন ২০২৪, রাত ১১:০৬

জয়পুরহাটের আক্কেলপুরে রড বোঝায় একটি ট্রলি খাদে পড়ে হেলপার মারা গেছেন। এঘটনায় দুই জন আহত হয়েছেন। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর দেড়টায় উপজেলার তিলকপুর-রায়কালী সড়কের নারিকেলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত হেলপারের নাম পিয়াস হোসেন (১৯)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার নগরগ্রামের বাসিন্দা বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রায়কালী বাজার একটি দোকান থেকে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে রড লোড করা হয়। ওই ট্রলিতে চালকসহ তিন ব্যক্তি ছিলেন। ট্রলিতে থাকা রডের ওপর একজন বসে ছিলেন। দুপুর দেড়টার দিকে ট্রলিটি তিলকপুর-রায়কালী সড়কের নারিকেলী নামক স্থানে পৌঁছে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এসময় রডের ওপর বসে থাকা হেলপাড়ের খাদের পানিতে রডের নিচে চাপা পড়েন। তাঁর একটি পা পানির ওপর ভেসে ওঠে। এঘটনায় ট্রলির চালক বিপ্লব হোসেন ও অপর হেলপার নাদিম গুরুতর আহত হন। খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা স্থানীয়দের সহায়তায় খাদের পানি থেকে রড সরিয়ে পিয়াসের মৃতদেহ উদ্ধার করেন। আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আমির আলী বলেন, উল্টে যাওয়া ট্রলির রড সরিয়ে মৃত অবস্থায় ওই ট্রলি চালকের সহকারী পিয়াসকে উদ্ধার করা হয়েছে। রডবোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।