সারাদেশ

মঠবাড়িয়া ব্রিজ ভেঙে পড়ায় বিপাকে ২ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ

মঠবাড়িয়া ব্রিজ ভেঙে পড়ায় বিপাকে ২ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ জুন ২০২৪, রাত ১১:০১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের পশ্চিম ফুলঝুঁড়ি ও তুষখালী ইউনিয়নের জমাদ্দার বাড়ির সংলগ্ন সেতুটু প্রায় ১ বছর আগে বালুর কার্গোর ধাক্কায় ভেঙে যায়। কিন্তু দীর্ঘ মাসেও ব্রিজটি পুনঃনির্মানের কোন উদ্যোগ নেয়া হয়নি। যার কারনে দুই গ্রামের কয়েক হাজার মানুষ চলাচলের সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের কাছে জানা যায়, এই দুই গ্রামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে অধ্যায়নত হাজার হাজার শিক্ষর্থী পড়েছেন সিমাহীন বিপদে। মঠবাড়িয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ বছর আগে নির্মিত হয়েছিল লোহার ব্রিজটি। পরে একটি বালুর কার্গোর সাথে ধাক্কা লেগে ভেঙে যায়। এতে দুই গ্রামের মানুষ চলাচলের জন্য দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় সাধারণ লোক পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ব্রিজের পাশে বাঁশের সাঁকো তৈরি করে পারাপারের ব্যবস্থা করা হয়।