ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। রবিবার (২রা জুন) নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড ভূইয়া মার্কেটে নির্বাচনী ক্যাম্পে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান বলেন, নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হত্যার জানাযা’র নামাজ পূর্বক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের এমদাদুল হক ভূইয়া ও মোটর সাইকেল প্রতীকের নাজিম উল্লাহ লিটনের মিথ্যা, ষড়যন্ত্র ও উস্কানীমূলক বক্তব্য প্রদান করেছেন। তিনি আরও বলেন, অপরাপর দুই চেয়ারম্যান সহ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়ার মিথ্যা ও উস্কানীমূলক বক্তব্যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও তাঁর (আমিনুল ইসলাম শাহান) এর ছত্র ছায়ায় হত্যাকান্ড সংগঠিত হয়েছে এমন অভিযোগ তুলে ধরেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মুলত অপরাপর চেয়ারম্যান প্রার্থীগণ উক্ত নির্বাচন বানচাল করার চেষ্টায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন ও মিথ্যা গুজব ছড়াচ্ছেন।
এছাড়া মুরাদ হত্যা মামলার এজাহারভূক্ত আসামীরা দলীয় কোন পদ-পদবীদারী কোন নেতাকর্মী নয়। মুরাদ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও প্রধান নির্বাচনী সমন্বয়কারী মো. শাহাব উদ্দিন ভূইয়া, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান ও প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া।
মতামত