ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত ইজিবাইক এর ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৪) নামের এক শিশু ঘটনা স্থলেই নিহত হয়েছেন।
রবিবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার ভূল্লী থানার অন্তর্গত ভূল্লী-পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনী পাড়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ আল মামুন সিংগিয়া কলোনীপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানা যায়, দুপুরে নিজ বাড়ি থেকে রাস্তা সংলগ্ন পাশের প্রতিবেশীর বাড়ি। প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল মামুন নামে শিশুটি মারা যায়।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ইজিবাইক এর ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনাটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রীকে খুন, আটক স্বামী
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত