সারাদেশ

কোম্পানীগঞ্জে দুই ট্রাক্টর ভর্তি ২৮০ বস্তা চিনিসহ, দুই চোরাকারবারি আটক

কোম্পানীগঞ্জে দুই ট্রাক্টর ভর্তি  ২৮০ বস্তা চিনিসহ, দুই চোরাকারবারি আটক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ জুন ২০২৪, রাত ৯:৩১

সিলেট বিভাগের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় ২টি ট্রাক্টর চিনি সহ দুই জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জের ছনবাড়ী গ্রামে নছর আলীর পুত্র আশিক মিয়া ও একই উপজেলার বাঘারপাড় গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র সোহেল মিয়া। শনিবার (১ জুন) ভোর রাতের দিকে পাড়ুয়া নোয়াগাঁও এলাকা থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চিনি সহ গাড়ী চালকদেরকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার উপ- পরিদর্শক অজয় দাস বলেন, ২টি ট্রাক্টরে ভর্তি ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ। আরও পড়ুন: ওসির বাড়িতে ডাকাতি, মালামাল লুট  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন