শিক্ষার্থী ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও জনসচেতনতা তৈরীতে কক্সবাজারের চকরিয়ায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক পাঠশালার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাদক বিরোধী শপথ গ্রহন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে৷
গত ১লা জুন, চকরিয়ার এস,পি চিত্রালয় আর্ট স্কুলে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে এই কর্মসূচী উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিকাশ কান্তি দাশ এবং সমাজকর্মী ও সাংবাদিক ইউসুফ বিন হোসাইন।
শিল্পের ছোঁয়ায় মাদক বিরোধী নিরব প্রতিবাদকে মানবিক পাঠশালার একটি যুগান্তকারী উদ্যোগ আক্ষা দিয়ে সমাজকর্মী ও সাংবাদিক ইউসুফ বিন হোসাইন সকল শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করিয়েছেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থী বলেন, এই প্রথম মাদক বিরোধী প্রতিবাদ জানিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। মাদকের ভয়াবহতা সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। সকল বন্ধুদের নিয়ে মাদক বিরোধী শপথগ্রহনও করেছি। এমন উদ্যোগ গ্রহন করায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
মাদকের কুফল সম্পর্কে আলোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিকাশ কান্তি দাশ বলেন, পরিবার ও সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড করতে কোনো দ্বিধা করে না এবং মাদকাসক্তি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ শৃঙ্খলা নষ্ট করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অলিগলি ও পাড়া-মহল্লায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকাসক্তের সংখ্যা। মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে।
মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা সদস্য তাছিন রাজ্জাক আলভি জানান, মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয় এবং মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের শপথগ্রহন করানো হয়।
মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক ইরানুল ইসলাম বলেন, মানবিক পাঠশালা শুধু একটি সংগঠনই নয়, একটি সামাজিক আন্দোলনও। এই সামাজিক আন্দোলনের অন্যতম হচ্ছে মাদকবিরোধী আন্দোলন। মানবিক পাঠশালার উদ্যোগে মাদকবিরোধী এ আন্দোলন অব্যাহত থাকবে।’
এসময়ে উপস্থিত ছিলেন, মানবিক পাঠশালার সদস্য মেহেদী ইকবাল ইমন, আরশাদুল ইসলাম আপন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত