সারাদেশ

সিরাজগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ জুন ২০২৪, রাত ৯:২৪

সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ফাইজার মহিউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শামছুল আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দের পেশ ইমাম মোঃ ইশারত আলীসহ আরো অনেকে ছিলেন। উক্ত আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ভিক্টোরিয়া জামে মসজিদের খবিতও ইমাম মাওঃ মোঃ আল- আমিন। আরও পড়ুন: নরসিংদীতে আ.লীগ নেতা হত্যা মামলার আসামী বিমান বন্দর থেকে গ্রেপ্তার   
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন