সারাদেশ

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, দুপুর ২:৩৬

সিরাজগঞ্জ পৌর এলাকার ২ টি মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পৌর এলাকার একডালা পশ্চিম ও একডালা পূর্ণবাসন মহল্লায় দু’গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে দফায় দফায় এ সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাতের ঘটনা ঘটেছে। একডালা পূর্ণবাসন এলাকার বাসি বলেল আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এতে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে এবং আহতদের মধ্যে ৩০ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার নিয়েছেন । তবে রাতের সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করায় অনেক শান্তিপ্রিয় পরিবার অনত্র অবস্থান করছেন। সংঘর্ষ এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিশেষ করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলেই আবারো সংঘর্ষ বেঁধে যায়। রবিবার থেকে উল্লেখিত মহল্লাগুলোতে পুলিশের কঠোর অভিযান শুরু হলেও এ সংঘর্ষ থামছে না। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।