জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯মে) উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপত্বিতে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এভিসিবি ৩পর্যায় প্রকল্পের জয়পুরহাট ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু, আক্কেলপুর উপজেলা কো অর্ডিনেটর দীন বন্ধু চন্দ্র রায়সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, হিসাব সহকারীরা গ্রাম আদালতের পেশকারের ভূমিকা পালন করেন। উপজেলায় গ্রাম আদালতকে শক্তিশালী করতে হবে সেই লক্ষ্যে হিসাব সহকারীদের গ্রাম আদালত পরিচালনা করার জন্য আদেশ নামা লেখা, নথি সংরক্ষণ, রেজিস্ট্রেশন করায় দক্ষতা থাকাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কথা বলেন।
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত