সারাদেশ

বিদ্যুৎ বিহীন মঠবাড়িয়া, মোবাইলে চার্জ দিতে ঝুঁকছে জেনারেটরের দোকানে

বিদ্যুৎ বিহীন মঠবাড়িয়া, মোবাইলে চার্জ দিতে ঝুঁকছে জেনারেটরের দোকানে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ মে ২০২৪, রাত ১০:২৬

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৫ লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিহীন রয়েছে। পাওয়া যাচ্ছে না মোবাইলের নেটওয়ার্কও। গত রোববার (২৬ মে) সন্ধ্যায় শুরু হয় ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাব। তখন থেকেই বিদ্যুৎ বিহীন হয়ে পরে মঠবাড়িয়া উপজেলার মানুষ। আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখতে শহরের জেনারেটর ব্যবসায়ীদের দোকানে মোবাইল চার্জ করতে ছুটছেন সাধারণ মানুষরা। মোবাইল চার্জ করতে আসা রাজপাড়া গ্রামের আব্দুর রশিদ বলেন, রিমালের প্রভাবের আগে থেকেই আমরা বিদ্যুৎবিহীন রয়েছি। সামান্য বৃষ্টিপাত শুরু হলেই বিদ্যুৎ চলে যায়। গত ২৬ তারিখ থেকে বিদ্যুৎ নেই কি আর করার ৫০ টাকার বিনিময়ে মোবাইলটি চার্জ করাতে আসলাম বাড়ি থেকে ছেলেমেয়ে দূরে থাকে যোগাযোগ তো করতে হবে। টিকিকাটা গ্রামের আসাদুজ্জামান ও মনোজ মিত্র বলেন, দুই দিন ধরে বিদ্যুৎ নেই। চার্জের অভাবে মোবাইল ফোনগুলোও বন্ধ হয়ে গেছে। অনেকের বাড়িতে পানি নেই। মটরে পানি তোলার কারণে বাড়ির টিউবওয়েলগুলো অকেজো। বিদ্যুৎচালিত মটরের ওপর পানি নির্ভর করে। দুইদিন বিদ্যুৎ না থাকায় কার্যত অকেজো হয়ে গেছে জীবন। মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোতালেব হাওলাদার বলেন ঘূর্ণিঝড় রিমাল এর কারনে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ এর খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লাইনের ওপর প্রচুর পরিমাণ গাছের ডালপালা ভেঙে পড়েছে। যে কারণে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। গাছের ডালপালা অপসারণের পর লাইন দিতে পারবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি লাইন মেরামত করে সংযোগ ফিরিয়ে আনতে।