ঘড়িতে বাজে বেলা ১১ টা, এমন সময়ে শিশুরা স্কুলে পড়াশুনা করছে। তবে, ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঠিক উল্টো দৃশ্য। নিরাপত্তা এবং আশ্রয়হীন ভাবে দিন কাটছে দুই পথশিশু রিয়াজ ও পিয়াসের। তারা জানে না তাদের বাবা মা কোথায় আছেন। কৌতুহল নিয়ে জিজ্ঞেস করলে তারা বলে তাদের বাবা মা বেচেঁ আছেন। বাবা - মা বেঁচে থাকলেও অর্থাভাবে ভিক্ষা সংগ্রহ করতে দেখা যায় প্রতিবন্ধী শিশু রিয়াজ- পিয়াসকে। তারা দুজনেই একে অপরের বন্ধু। পিয়াস হাটতে না পারাই সব সময় রিয়াজ-ই পিয়াসের সঙ্গী। দেখা যায়, রিয়াজ পিয়াসকে তার ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ায়। দেখে মনে হয় হইত তারা একই মায়ের সন্তান। অথচ তাদের নেই কোন রক্তের সম্পর্ক । শুধু রিয়াজ - পিয়াস নই, ঢাকার বিভিন্ন অঞ্চলে এমন নিরাপত্তাহীন ভাবে অনেক শিশুকেই দেখা যায়। নেই তাদের ঘর নেই তাদের বাড়ি। সেই সাথে স্কুল জীবনেরও শিক্ষা তারা অর্জন করতে পারছে না।
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত