সারাদেশ

তাড়াশে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

তাড়াশে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ মে ২০২৪, রাত ১০:০৭

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে বিভিন্ন খালে অবৈধভাবে মাছ শিকারের প্রস্ততির সময় প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৮ মে ) বিকাল ৫ টার সময় গোপন সংবাদের ভি‌ত্তি‌তে তাড়াশ পৌর সদরের উত্তর বাদ এলাকায় বি‌ভিন্ন খাল- এ অভিযান চালানো হয়। অভিযান শেষে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ বলেন, চায়না দুয়ারী জালে ছোট, বড় থেকে শুরু করে যে কোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন