প্রায় ঘন্টায় শত কিলোমিটার বেশি বাতাসের গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানে। স্বজনদের নিয়ে আশ্রয় নেন আশ্রয়কেন্দ্রে।
আতংকের রাত পেরিয়ে সকালের ভাগেও প্রবল ঘূর্ণিঝড় এর তান্ডব চলে।ঘূর্ণিঝড় রিমাল উপকূলে প্রায় ২৪ ঘন্টা তান্ডব চালায়। উপকূল বাসী যখন আবাস স্থলে ফিরে তখন দেখতে হয়েছে ক্ষতচিহ্ন।
একশ কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসা ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস আর ৫ থেকে ৭ ফুট উঁচু বানের তোড়ে ধ্বসে পড়েছে অনেকের ঘর; গাছপালা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর, নিচু এলাকার বাড়ি ডুবেছে পানিতে আর ভেসে গেছে মাছের ঘের। উপকূলজুড়ে ভেসে উঠতে শুরু করেছে ঝড়ের রেখে যাওয়া ক্ষত।
ক্রমে প্রবল হয়ে ওঠা এই ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর তাণ্ডবে উপকূলের জেলাগুলো ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রায় এক তৃতীয়াংশ জেলার শতাধিক উপজেলা। ঝড় উপকূল পার হওয়ার সময় জানমালের ব্যাপক ক্ষতি করে গেছে; জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ।
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত